প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০০:০০
কল্যাণপুর ইউনিয়নে রাকিব মাঝির নির্বাচনী গণসংযোগ
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, মেধাবী ছাত্রনেতা মোঃ রাকিব মাঝি ক্লান্তিহীন নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। এরই অংশ হিসেবে ২৯ মার্চ শুক্রবার চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নে তিনি ব্যাপক গণসংযোগ করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মুরুব্বীগণ মোঃ রাকিব মাঝিকে সাথে নিয়ে ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেন।
মোঃ রাকিব মাঝি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কল্যাণপুর ইউনিয়নের কাঠেরপুল, রঙেরগাঁও, ডাসাদী বাজার, ফাতালিয়া বাজার, গাজীরহাট পাড়ের শেষাংশসহ বিভিন্ন হাট-বাজার ও গ্রাম-মহল্লায় সকল শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে দোয়া এবং ভোট প্রার্থনা করেন।
মোঃ রাকিব মাঝি বলেন, বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় যুবসমাজ অনন্য ভূমিকা রাখছে। যুব সমাজের একজন প্রতিনিধি হিসেবে দেশ এবং মানুষের জন্য কাজ করার স্বপ্ন নিয়ে আমি চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি।
রাকিব মাঝি বলেন, আমি চাঁদপুর সদর উপজেলাবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। সে লক্ষ্যে আপনাদের দোয়া এবং সমর্থন আমার একান্ত কাম্য। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে আমার পরিবার থেকে পাওয়া মানবিক শিক্ষা এবং তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সদর উপজেলা পরিষদকে সকল মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।