বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সভায় শেখ ফরিদ আহমেদ মানিক

মামলাও সরকারের হাতে রায়ও সরকারের হাতে

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
মামলাও সরকারের হাতে রায়ও সরকারের হাতে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা শাখার ২য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ শুক্রবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় বিগতদিনের আন্দোলন-সংগ্রাম ও সংগঠন গতিশীল করার লক্ষ্যে নানা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দ।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা সফিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাস্টার, মোশাররফ হোসেন, রাশেদা বেগম হীরা, ডাঃ মাঈনুল ইসলাম মানিক, অ্যাডঃ দুলাল মিয়া পাটওয়ারী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, ডাঃ শামিম আহমেদ, আঃ শুক্কুর পাটওয়ারী, খলিলুর রহমান গাজী, শরীফ মোঃ ইউনুছ, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু, আমিন উল্লাহ বেপারী, ডিএম শাহজাহান, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, অ্যাডঃ হারুনুর রশিদ, শাহজালাল মিশন, অ্যাডঃ মনিরা চৌধুরী, তানভীর হুদা, অ্যাডঃ বাবর বেপারী, মাজহারুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাদল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক, ফয়সাল গাজী বাহার, সদস্য মোস্তাক আহমেদ, আলী আহম্মদ সরকার, মিজানুর রহমান, মঞ্জুরুল আলম সেলিম, ভিপি খলিলুর রহমান, হাবিব উল্লাহ হাবিব ভেন্ডার ও সদস্য মোঃ আলমগীর সরকার।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই উপমহাদেশে সবচেয়ে বৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপি ক্ষমতায় আসার জন্য নয়, দেশকে দুর্নীতিমুক্ত করতে ক্ষমতায় আসবে। আমরা এমন একটা পর্যায়ে আছি মামলাও সরকারের হাতে রায়ও সরকারের হাতে। তাহলে আমাদের ভাগ্যে কী আছে কীভাবে পরিত্রাণ পেতে পারি। এজন্যে সবাইকে এক সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজপথে রয়েছে বিএনপি। ক্ষমতায় আসার জন্যে রাজপথে নয়, এটা বিশ্বাস করি। সভায় সাংগঠনিক রিপোর্ট পাঠ করেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুনীর চৌধুরী।

সভায় বক্তারা বলেন, চাঁদপুর জেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর প্রাণ। দলের অগ্রগতির জন্যে ঐক্যের প্রয়োজন। নিজেদের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। নেতা-কর্মীরা আজ নির্যাতিত ও নিপীড়িত। ধরপাকড় থাকবেই, তবুও আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। মেয়াদোত্তীর্ণ কমিটি ও দীর্ঘ বছরের কমিটিগুলো বাতিল করে নতুন কমিটি করতে হবে। যোগ্য ও ত্যাগী নেতৃত্ব সৃষ্টি করতে হবে। নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। বিএনপির জন্য বড় সুযোগ আর সাফল্য হাতছানি দিচ্ছে। শেখ হাসিনার সরকার নিজেদের অন্তঃকোন্দলে আজ নড়বড়ে। বিএনপির বড় সফলতা হলো ড্যামি নির্বাচন জনগণ বর্জন করেছে। ঈদের পর কর্মসূচি আসতে পারে, সকলকে প্রস্তুত থাকতে হবে। তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের নির্দেশে জুলুমবাজ সরকারকে সরিয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করা হবে। সাধারণ সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়