প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০০:০০
আজ চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সভা
আগামী ২৯ মার্চ শুক্রবার বেলা ২টায় চাঁদপুর জেলা বিএনপির দ্বিতীয় সাধারণ সভা চাঁদপুর প্রেসক্লাবের নিচতলায় অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম জানান, সভাটি ৩০মার্চ শনিবার হবার কথা ছিলো। অনিবার্য কারণবশত সভাটি একদিন এগিয়ে আজ ২৯ মার্চ শুক্রবার নির্ধারণ করা হয়েছে।
সভায় জেলা বিএনপির সকল নেতা, সদস্যগণ এবং উপদেষ্টা সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানানো হয়েছে।
অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন, জেলা বিএনপির এই সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি থাকবেন সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ। সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।