শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ পৌরসভায় আইইউজিআই প্রকল্পের কাজ শুরু

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জ পৌরসভায় আইইউজিআই প্রকল্পের কাজ শুরু

ফরিদগঞ্জ পৌরসভার আইইউজিআই প্রকল্পের (নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প) কাজ শুরু হচ্ছে। প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে উন্নীত হওয়ার পর এই প্রথম এ পৌরসভায় বড় কোনো প্রকল্পের কাজ শুরু হচ্ছে। বাংলাদেশ সরকার, এডিবি ও এএফডি-এর অর্থায়নে আইইউজিআই প্রকল্পের আওতায় ফরিদগঞ্জ পৌরসভায় ৪৪ কোটি টাকার প্রকল্পের প্রথম প্যাকেজ ১১ কোটি ৬১ লাখ ৬৪ হাজার ৭শ’ ৪৪ টাকার (চুক্তিমূল্য) কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রকল্প এলাকা পরিদর্শন করছেন পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী। এ সময় তাঁর সাথে পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, এডিবি প্রতিনিধি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ার পর আইইউজিআই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়। প্রকল্পভুক্ত হওয়ার পর এই প্রথম ৪৪ কোটি টাকা প্রকল্প অনুমোদন হয়। প্রকল্পের প্যাকেজের কাজ দ্রুত শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার প্রথম প্যাকেজের টেন্ডারপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস রহমান ইন্টারন্যাশনাল লিঃ, ঢাকাকে সাইট বুঝিয়ে দিতে সাইটগুলো পরিদর্শন করেন পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, প্রথম পাকেজের চুক্তিমূল্য কাজ ১১ কোটি ৬১ লাখ ৬৪ হাজার ৭শ’ ৪৪ টাকা। এই প্যাকেজের আওতায় ৫টি স্থানে ২৮৮৩ মিটার সড়ক, ৪টি স্থানে ২১০৯ মিটার আরসিসি, গাইডওয়াল এবং স্ট্রিট লাইট হবে। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার মেসার্স এস.এস. রহমান ইন্টারন্যাশনাল লিমিটেডকে কার্যাদেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের এক এক করে সাইটগুলো বুঝিয়ে দেয়া হয়েছে।

পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, আমি নির্বাচনের সময় যেসব ওয়াদা করেছিলাম পর্যায়ক্রমে তা বাস্তবায়ন হচ্ছে। আইইউজিআই প্রকল্প বাস্তবায়ন শুরু হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্রাম হবে শহর’ যে ঘোষণা দিয়েছেন তার বাস্তবায়ন ফরিদগঞ্জ পৌরসভাতেও হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়