শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুর লঞ্চঘাটে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর লঞ্চঘাটে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈদুল ফিতরকে সামনে রেখে লঞ্চ যাত্রীদের চলাচলের সুবিধার্থে চাঁদপুর লঞ্চঘাট থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

২৭ মার্চ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার।

উচ্ছেদকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৩টি খাবার হোটেল, কনফেকশনারী, মুদি দোকানসহ ৩০টি স্থাপনা।

চাঁদপুর আধুনিক নৌ বন্দরের নির্মাণ কাজ শুরু হওয়ার পূর্বে লঞ্চঘাটে এলোমেলোভাবে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে একবার উচ্ছেদ করা হয় এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের অর্থ দেয়া হয়। এরপরেও এসব ব্যবসায়ী অবৈধভাবে লঞ্চঘাটের আশপাশের জায়গা দখল করে খাবারের একাধিক দোকান গড়ে তুলে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোঃ শাহদাত হোসেন বলেন, ৬৮ শতাংশ সম্পত্তির উপর ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে তিনটি পাকা স্থাপনা রয়েছে। বন্দরের সম্পত্তিতে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে সব উচ্ছেদ করা হবে। নির্মাণাধীন আধুনিক লঞ্চ টার্মিনাল ভবন নির্মাণ কাজের সুবিধার্থে এবং

ঈদ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে আমাদের এই উচ্ছেদ অভিযান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়