শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০০:০০

মুক্তিযোদ্ধাদের দায়িত্ব এখানো শেষ হয়ে যায়নি

-------মুহম্মদ শফিকুর রহমান এমপি

প্রবীর চক্রবর্তী ॥
মুক্তিযোদ্ধাদের দায়িত্ব এখানো শেষ হয়ে যায়নি

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আমাদের মুক্তিযোদ্ধাদের দায়িত্ব এখনো শেষ হয়ে যায়নি। এখনো একটি চক্র নানাভাবে আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে নতুন প্রজন্ম ইতিহাসে বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে খুব কমই জানছে। বছরের সবসময় না হলেও অন্তত বিশেষ দিনগুলোতে বা মাঝে মাঝে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসের কথা শোনাতে হবে। কারণ আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণ এবং তাকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে। তাই তাদের দেশপ্রেমকে আরো জাগ্রত করতে এই প্রচেষ্টাটুকু চালিয়ে যেতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিনেই বাংলাদেশ নামক স্বাধীন দেশের স্বপ্ন দেখেননি। ধীরে ধীরে তিনি স্বাধীনতার পথে এগিয়েছেন এবং সফল হয়েছেন। যদিও এর আগে এদেশের অনেক সূর্যসন্তান লড়াই-সংগ্রাম করেছিলেন স্বাধীনতার জন্যে। তাঁরা পারেননি, কিন্তু বঙ্গবন্ধু পেরেছিলেন। কারণ তিনি পুরো জাতিকে একসুতোই গেঁথেছিলেন।

মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপাদার, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়