শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০০:০০

জেলার সর্বত্র মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মিজানুর রহমান ॥
জেলার সর্বত্র মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মরণের মধ্য দিয়ে চাঁদপুর জেলার সর্বত্র মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

দিবসের প্রথম প্রহরে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে রেলওয়ে লেকে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'অঙ্গীকার' বেদিতে সরকারের পক্ষে জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ।

দিবসটি পালন উপলক্ষে সকালে চাঁদপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ ও মনোজ্ঞ প্রদর্শনীর আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানে উপস্থিত থেকে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমণ্ডবার। পরে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, গ্রামীণ খেলাধুলা ও নারীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, স্বাধীনতা দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ।

জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত স্বাধীনতা দিবসের ক্রীড়ানুষ্ঠানে সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক পত্নী আছমা উল হুসনা প্রধান অতিথি ও সহ-সভাপতি পুলিশ সুপার পত্নী নূরজাহান ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্য প্রশাসনিক কর্মকর্তার স্ত্রীগণও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

জাতীয় এই দিবসে দেশের সমৃদ্ধি কামনায় জেলার প্রত্যেক মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, এতিমখানা ও কারাগারসহ সরকারি শিশু পরিবারে উন্নত ইফতার পরিবেশন করা হয়।

স্বাধীনতা ও জাতীয় দিবসের শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলসহ আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অপর্ণা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারীয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত মোঃ কামরুজ্জামান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা-কর্মী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়