শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০০:০০

শৃঙ্খলার অনন্য উদাহরণ শাহরাস্তি প্রেসক্লাব

শাহরাস্তি ব্যুরো ॥
শৃঙ্খলার অনন্য উদাহরণ শাহরাস্তি প্রেসক্লাব

২৬ মার্চ শাহারাস্তি প্রেসক্লাবের দলিল হস্তান্তর ও দাতা সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে শৃঙ্খলার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে শাহরাস্তি প্রেসক্লাবের সদস্যবৃন্দ। নিরলস পরিশ্রমের পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে অনুষ্ঠানের সাফল্যে সার্বিক সহযোগিতা করেন তারা। বিষয়টি আগত অতিথিদের দৃষ্টি কাড়ে। অনুষ্ঠানের প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি আয়োজনে মুগ্ধ হয়ে বলেন, আমি বহুদিন পর এ ধরনের একটি অনুষ্ঠানে আসতে পেরেছি। আমি সবসময়ই প্রেসক্লাবের সাথে থাকবো। অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত বলেন, এই আয়োজনটি প্রশংসার দাবি রাখে, এতো সুন্দর ও গুছানো আয়োজন সচরাচর চোখে পড়ে না। আমি শাহরাস্তি প্রেসক্লাবের সকলকেই ধন্যবাদ জানাই। চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেন। চাঁদপুর প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ বলেন, চাঁদপুর প্রেসক্লাবেও সচরাচর এতো সুন্দর আয়োজন করা সম্ভব হয়ে উঠে না। সকল সদস্যদের আন্তরিকতার কারণেই এতো সুন্দর একটি অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, দাতা সদস্য, রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শাহরাস্তি প্রেসক্লাবের শৃঙ্খলাপূর্ণ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়