প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০০:০০
গণহত্যার ইতিহাস সম্পর্কে জানা আমাদের জাতীয় কর্তব্য
--------------সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি
সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, গণহত্যার ইতিহাস সম্পর্কে জানা আমাদের জাতীয় কর্তব্য। ২৫ মার্চের পর পুরো সময় জুড়ে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও যুদ্ধাপরাধ এবং যে গণহত্যা করা হয়েছে, এই গণহত্যার ইতিহাস সম্পর্কে জানা, এটি লিপিবদ্ধ করা, বধ্যভূমিগুলোকে চিহ্নিত করা, স্মৃতিস্তম্ভ স্থাপন করা, শহিদদের সম্মান করা এটি আমাদের জাতীয় কর্তব্য এবং দায়িত্ব।
২৫ মার্চ সোমবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যাদের অসংখ্য ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে এবং এটা আমরা যতদিন মনে রাখবো, যতদিন শ্রদ্ধায় ও ভালবাসায় তাদের স্মৃতিকে ধরে রাখব, ততদিন এই দেশটি তার সঠিক পথে থাকবে। তারা দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়ন হবে।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) এমএ ওয়াদুদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন ও প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত।
সাংবাদিক এম.আর. ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে গণহত্যা দিবস নিয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।