প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০০:০০
কচুয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
কচুয়ায় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও কচুয়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ নাছির উদ্দিন (৩৪) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের ভাতিজা নূর মোহাম্মদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিমের ভাগিনা মেহেদী হাসান সাকিবসহ অজ্ঞাতনামা ৬/৭ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মোঃ নাছির উদ্দিন পেশাগত দায়িত্ব পালনকালে মোটরসাইকেল কচুয়া ডাকবাংলোর সামনের রাস্তার উপর রেখে পাশর্^বর্তী আলমগীর হোসেনের দোকানের সামনে দাঁড়ান। এ সময় পৌরসভাধীন করইশ গ্রামের ইসহাকের ছেলে নূর মোহাম্মদ ও ডুমুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে মেহেদী হাসান সাকিবসহ ৬-৭ জন সন্ত্রাসী সাংবাদিক নাছির উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক নাছির উদ্দিন জানান, সন্ত্রাসীরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নির্দিষ্ট একজন ভাইস-চেয়ারম্যান প্রার্থীর সংবাদ ব্যতীত অন্য কোনো চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান প্রত্যাশীর সংবাদ প্রচার না করার জন্যে হুমকি-ধমকি প্রদর্শন করে। এ কথা প্রকাশ করলে তাকে গুম ও প্রাণে মেরে ফেলার হুমকিও প্রদর্শন করে। এ সময় দোকানের মালিকসহ পার্শ^বর্তী লোকজন তাদের হাত থেকে নাছির উদ্দিনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সন্ত্রাসী মেহেদী হাসান সাকিবের বিরুদ্ধে কচুয়া পৌর শিল্প ও পণ্য মেলায় দর্শনার্থীদের উপর হামলা, কচুয়া বাজারের মুরগী ব্যবসায়ী কবিরের দোকানে হামলা ও ভাংচুরের ঘটনায় কচুয়া থানায় পৃথক অভিযোগ রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, সাংবাদিক হামলার ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সাংবাদিক নাছির উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দার। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।