প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে আইফার আয়োজনে ইসলামী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা
ফরিদগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা)-এর আয়োজনে ইসলামী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) উপজেলা সদরে আইফার নিজস্ব কার্যালয়ের ৩য় তলায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি এবং হামদ- নাতের মধুর সুরে মুখরিত হয়ে উঠে আইফা মিলনায়তন।
আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন পাঠাগারের সভাপতি মোঃ মুকবুল আহম্মেদ বিএসসির সভাপতিত্বে ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আম্বিয়া-ইউনুস ফাউন্ডেশনের প্রোগ্রাম অর্গানাইজার নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মমিনুল ইসলাম খান। প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন তুলাতলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী, হাফেজ মাওলানা আবুল কাশেম, শিক্ষক ইলিয়াস বকুল, পাভেল আল ইমরান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাকিল মুসফিক ও কণ্ঠশিল্পী সিদ্দিকুর রহমান রনি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমাম হোসেন সৌরভ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিগণ।