শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০০:০০

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া ও খাদ্যসামগ্রী বিতরণ

উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশ-বিদেশ মিলে ষড়যন্ত্র করছে

----মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি

মাহবুব আলম লাভলু ॥
উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশ-বিদেশ মিলে ষড়যন্ত্র করছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশ-বিদেশ মিলে ষড়যন্ত্র করছে। আমরা যাঁরা বঙ্গবন্ধুর সৈনিক ও শেখ হাসিনার কর্মী আছি তাঁরা জীবিত থাকতে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

শনিবার (২৩ মার্চ) মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে ছেঙ্গারচর পৌরসভায় আলোচনা, দোয়া ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ একটি মহৎ উদ্যোগ। এ উদ্যোগকে স্বাগত জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। সেই জাতির পিতার সুযোগ্য কন্যা একনাগাড়ে ৪ বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সফলতার সাথে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন।

ছেঙ্গারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও কাউন্সিলর শাহজাহান মোল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআইর সহ-সভাপতি ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি।

বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আহসান উল্লাহ হাবিব প্রমুখ।

আলোচনা সভা শেষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী (চাল) বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়