শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০

শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বিএডের মৃত্যুবার্ষিকী আজ

প্রবীর চক্রবর্তী ॥
শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বিএডের মৃত্যুবার্ষিকী আজ

আজ ১২ রমজান মহান মুক্তিযুদ্ধের সংগঠক শিক্ষাবিদ মরহুম সিরাজুল হক বিএড-এর মৃত্যুবার্ষিকী। বিগত ১৪৩৪ হিজরি সনের ১২ রমজান ইফতার পূর্ব মুহূর্তে মোনাজাতরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নাল্লিল্লাহে....রাজিউন)। এ উপলক্ষে মরহুমের একমাত্র ছেলে চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ মশিউর রহমান মিটুর উদ্যোগে মরহুমের নিজ বাসভবনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরহুম সিরাজুল ইসলাম রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষা নিয়ে পুরো উপজেলায় অনেক কাজ করেছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সিরাজুল ইসলাম বিএবিএড চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। স্পষ্টভাষী এই নেতা আওয়ামী লীগের রাজনীতিতে দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন। এছাড়া তিনি দীর্ঘদিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা ১৯৪৬ সালের ২০ মে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ত্রিদোনা গ্রামের ঐতিহ্যবাহী ভূঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম কমিটির সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল হক বিএড। জীবনের অধিকাংশ সময় তিনি নিজেকে শিক্ষা, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রাখেন। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে সংগঠনের নিজস্ব সম্পত্তি ও ভবন নির্মাণে তাঁর ভূমিকা অদ্বিতীয়। তিনি দীর্ঘদিন কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একই সাথে ঐতিহ্যবাহী খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়