শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০

স্ত্রী যাবে না শুনে শ্বশুর বাড়িতে স্বামীর আত্মহত্যা

কামরুজ্জামান টুটুল ॥
স্ত্রী যাবে না শুনে শ্বশুর বাড়িতে স্বামীর আত্মহত্যা

বিয়ে হয়েছে মাত্র ৭ দিন। স্বামীর বাড়ি থেকে নববধূ আকলিমা আক্তার (১৮) বাবার বাড়িতে ফিরতি এসেছেন স্বামীকে সাথে নিয়ে। এসে বেঁকে বসেছেন স্বামীর বাড়িতে আর যাবেন না। স্বামী বেচারা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। শেষ ভরসা মুরুব্বী শাশুড়ির কাছেও ব্যর্থ হয়েছেন। রাগে ক্ষোভে অভিমানে শ্বশুর বাড়িতেই বিষপানে আত্মহত্যা করেন স্বামী মিলন মুন্সী (২৩)। ২১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর প্রধানীয়া বাড়িতে। নিহত মিলন মুন্সী একই উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের উড়পুর মুন্সী বাড়ির বাদল মুন্সীর ছেলে।

মিলন মুন্সীর বাবা বাদল মুন্সী জানান, চলতি ৫ মার্চ পারিবারিকভাবে ছেলের সাথে আকলিমা আক্তারের বিয়ে দেই। বিয়ের আড়াই দিন পর বউ বাবার বাড়িতে যায়। গিয়ে ফিরে আসতে আর রাজি হচ্ছিলো না বউ।

বাদল মুন্সী আরো জানান, মিলন স্ত্রীকে নিতে শ্বশুর বাড়িতে গেলে তার শাশুড়ি শাহানারা মেয়েকে দেবে না বলে জানায়। এ সময় মিলন পকেট থেকে বিষের বোতল বের করে খেয়ে ফেলে। পরে তাকে হাজীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

গৃহবধূ আকলিমা আক্তারের বাবা আব্দুর রহিম বলেন, মেয়ে বিয়ে দেয়ার পর বুঝতে পারে ছেলের কয়েকটি সমস্যা রয়েছে। যার কারণে এর আগেও দুই বার তারা আকলিমাকে নিতে আসলেও দেয়া হয়নি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ চাঁদপুর কণ্ঠকে জানান, মূলত এই ছেলেকে আগেও একবার গ্রেপ্তার করা হয়েছিল। সে তার বাবাকেও মারধর করত। সে নেশাগ্রস্ত থাকে। যার কারণে উত্তেজিত থাকে এবং মানসিক সমস্যাও রয়েছে। এ ঘটনায় মিলন মুন্সীর বাবা বাদল মুন্সী থানায় একটি মামলা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়