প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০
স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ উপ-কমিটির প্রস্তুতি সভা
চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও শরীর চর্চা উপ-কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ বৃহস্পতিবার চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। এ সময় রাশেদুল হক চৌধুরী (অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ আসাদুজ্জামান সরকার (এনডিসি, জেলা প্রশাসক কার্যালয়), মোঃ তারিকুল ইসলাম (জেলা ক্রীড়া অফিসার, চাঁদপুর)সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।