শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০

স্মার্ট বাংলাদেশ হতে হলে প্রতিটি নাগরিকের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে

----সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি

চাঁদপুর কন্ঠ রিপোর্ট ॥
স্মার্ট বাংলাদেশ হতে হলে প্রতিটি নাগরিকের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে

স্মার্ট বাংলাদেশ হতে হলে প্রতিটি নাগরিকের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এমন কথা বলেছেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি। বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ‘বিশ্ব ডাউন সিনড্রোম দিবস-২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা নানা কারণে স্বাভাবিক জীবনযাপন সুবিধা থেকে বঞ্চিত। তারা প্রতিনিয়তই নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হন। সে কারণে নিউরো-ডেভলপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক আ ফ ম রুহুল হক বলেন, প্রতিবন্ধিতা বিষয়ে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদেরও কর্মক্ষমতা আছে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তা কাজে লাগাতে হবে। পরে মন্ত্রী ডাউন সিনড্রোম প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে অনুদান তুলে দেন।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব মোঃ খায়রুল আলম সেখ। সূত্র : জাগো নিউজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়