শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে গৃহধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে গৃহধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ

ফরিদগঞ্জে গৃহবধূর গলায় অস্ত্র ঠেকিয়ে ও তার সন্তানদের হত্যার হুমকি দিয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পৌর এলাকার মিরপুর গ্রামের মিজি বাড়ির আব্দুল মালেক মিজির বসতঘরে বুধবার (২০ মার্চ) গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। ডাকাতদল বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে আব্দুল মালেকের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় তার সন্তানদের হত্যার হুমকি দেয় তারা। পরে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী গৃহবধূ ফাতেমা বেগম জানান, তার স্বামী প্রাইভেট চাকরির সুবাদে ঢাকায় থাকেন। রাত ২টার দিকে হঠাৎ ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে তিনি চিৎকার দেয়ার সময় ডাকাতরা প্রথমে তার গলা চেপে ধরে। পরে গলাতে ধারালো অস্ত্র ধরে সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়ে স্টিলের আলমিরার চাবি নেয় তারা। ডাকাতরা তার ঘরের সকল আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়