শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০০:০০

শুরু হলো মাগফিরাত অংশ

এএইচএম আহসান উল্লাহ্ ॥
শুরু হলো মাগফিরাত অংশ

আজ ১১ রমজান। মাহে রমজানের মাগফিরাত অংশ আজ থেকে শুরু হয়েছে। মাগফিরাত অর্থ ক্ষমা। রমজানের প্রথমভাগ ১০ দিন দয়াময় আল্লাহর রহমতের বারিধারায় বান্দা নিজের জীবনকে সুশোভিত করে মধ্যভাগের ১০ দিন মাগফিরাতের অংশে আল্লাহর ক্ষমাশীলতা কামনা করবে। নিজের জীবনের যাবতীয় পাপরাশির ক্ষমা চাইবে। আল্লাহ জাল্লা শানুহু যে বান্দার প্রতি করুণার দৃষ্টি দেবেন এবং ক্ষমা করে দেবেন, তার তো খোশ নসিব। ইহকাল এবং পরকালে তো তার আর কোনো চিন্তা নেই। তাই আমরা এই রমজানে বেশি বেশি করে ইবাদতের পাশাপাশি তাওবা ইস্তেগফারও পাঠ করবো। খালেছভাবে আল্লাহর কাছে তাওবা করবো।

হাদিসে নববীতে ইরশাদ হয়েছে, নবী করিম (দঃ) বলেন, যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানের সাথে ও সাওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, মহান আল্লাহ ওই বান্দার পেছনের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ! আল্লাহ তাঁর বান্দার প্রতি কত দয়াবান। আল্লাহ জানেন যে, তার ঈমানদার বান্দারা দুনিয়ার জিন্দেগীতে শয়তানের প্ররোচনায় পড়ে ইচ্ছা অনিচ্ছায় অনেক গুনাহ করবে, কিন্তু আল্লাহর প্রতি তাদের অগাধ বিশ্বাস ও ভরসা থাকবে পাহাড়সম। সেজন্যে আল্লাহ ওই ঈমানদার গুনাহগার বান্দাদের গুনাহ মাফের জন্যে নানা উপলক্ষ দিয়ে দিয়েছেন। তন্মধ্যে মাহে রমজান অন্যতম। আল্লাহর এই অফুরন্ত রহমত, বরকত, ক্ষমা ও দয়াসহ সকল নেয়ামত প্রাপ্তি আমাদের প্রিয় নবী (দঃ)-এর উসিলায়। উম্মতে মোহাম্মদীর জন্যেই আল্লাহ দয়ার সাগর।

মুসলিম মিল্লাতের প্রতি আহ্বান! আমরা যেনো মাহে রমজানের এই মাগফিরাতের অংশে খুব বেশি যত্নবান হই। রাব্বুল আলামীনের ক্ষমশীল বান্দাহ যেনো আমরা হতে পারি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়