প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০
বাগাদী চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত ৫
চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল ২০ মার্চ বুধবার বিকেলে। জানা যায়, বাগাদী চৌরাস্তা বাজারের উত্তর পাশে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ৫জন গুরুতর আহত হন। আহতরা হলেন : ফরিদগঞ্জ উপজেলার মামুন (৪০), বিল্লাল (৩৫), মোস্তফা গাজী, ভুলু বেগম ও আলমগীর। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। ভুলু বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেন।