প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০
৪২তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন
চাঁদপুরের শিল্পীদের জাতীয়মান অর্জন এবং জেলাওয়ারী সারাদেশের মধ্যে প্রথম
গত ৮, ৯ ও ১০ মার্চ ঢাকায় অনুষ্ঠিত ৪২তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে মাহমুদ হাসান খান সভাপতি, দীপক চক্রবর্তী সাধারণ সম্পাদক এবং রফিক আহমেদ মিন্টু সহ-সভাপতির নেতৃত্বে সম্মেলনে জাতীয় পর্যায়ের রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় চাঁদপুরের শিল্পীরা বড় ধরনের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সম্মেলনে সারাদেশ থেকে নির্বাচিত হয়ে প্রায় চার শতাধিক শিল্পী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কিশোর বিভাগে চাঁদপুরের দীপা রায় চৈতী ১ম মান এবং তাসফিয়া ফাহমি ও দ্রুব ঘোষ ২য় মান অর্জন করেন। সাধারণ বিভাগে রিয়া চক্রবর্তী, বীথি বর্মন, মহিমা লোধ, আদ্রিতা সাহা বর্নিল প্রথম মান এবং চয়ন সাহা, নিবেদিতা দাস ও শ্রাবন্তী মজুমদার ২য় মান অর্জন করেন। সর্বমোট দুই বিভাগে চাঁদপুরের ১০ জন শিল্পী জাতীয়মান অর্জন করেন। সে সুবাদে জেলাওয়ারী সারাদেশের মধ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করে।