শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০০:০০

বিএইচএম কবির আহমেদের উপর সন্ত্রাসী হামলা

চাঁদপুর জেলা আওয়ামী লীগের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি ॥
চাঁদপুর জেলা আওয়ামী লীগের নিন্দা

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

১৯ মার্চ মঙ্গলবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, গত ১৮ মার্চ সকালে ১০-১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য বিএইচএম কবির আহমেদের উপর আকস্মিকভাবে হামলা করে গুরুতর আহত করে। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক ঘটনা। আমরা এ ধরনের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করছি।

উল্লেখ্য, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে। এ হামলায় তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। ১৮ মার্চ বেলা আনুমানিক সাড়ে ১০টায় মতলব সদরের ঘোষপাড়ার বাসা থেকে উপজেলা পরিষদে যাওয়ার পথে ঘোষপাড়া নামক স্থানে ১০-১২ জন অজ্ঞাতনামা যুবক উপজেলা পরিষদ চেয়ারম্যানের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতরভাবে বাম হাত ও হাটুতে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল্লাহ সৌরভের নেতৃত্বে একটি চিকিৎসক দল তাকে চিকিৎসা সেবা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়