প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০০:০০
এতিমদের নিয়ে চাঁদপুর কর আইনজীবী সমিতির ইফতার
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ উত্তর গুণরাজদী আল-আমিন এতিমখানার শিক্ষার্থীদের সাথে চাঁদপুর কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের গুণরাজদী আল-আমিন মাদ্রাসা ক্যাম্পাসের হলরুমে ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল ১৮ ও ১৯-এর উপ কর-কমিশনার সৈয়দ কালিমুল্লাহ।
চাঁদপুর কর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে ইফতার পূর্বে সভায় বক্তব্য রাখেন সার্কেল-১৯-এর কর পরিদর্শক মনিরুল ইসলাম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া।
জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আমির উদ্দীন ভূঁইয়া মন্টুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন লেডি দেহলভী হাইস্কুলের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া, চাঁদপুর কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মোঃ আবদুর রহমান, অডিটর সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, এতিমখানার সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আল-আমিন মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হোসেনসহ কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এতিমখানার শিক্ষার্থীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের সেক্রেটারী সাংবাদিক মোঃ আবদুর রহমান গাজী।