শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০০:০০

দেড় হাজার টাকার বিনিময়ে গৃহবধূর গায়ে অ্যাসিড ছোড়েন জাহিদ

অনলাইন ডেস্ক
দেড় হাজার টাকার বিনিময়ে গৃহবধূর গায়ে অ্যাসিড ছোড়েন জাহিদ

মতলব উত্তর উপজেলায় সুজাতপুর গ্রামে এক অন্তঃসত্ত্বার ওপর অ্যাসিড ছোড়ার মামলায় গ্রেপ্তার মোঃ জাহিদ (২০) গত ১৭ মার্চ রোববার বিকেলে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি আদালতের কাছে বলেন, মামলার প্রধান আসামি শফিকুল ইসলামের নির্দেশে তিনি এ কাজ করেন। এর বিনিময়ে ১ হাজার ৫০০ টাকা পান।

আদালতের বরাত দিয়ে গত ১৭ মার্চ রাতে ওই মামলার তদন্ত কর্মকর্তা ও মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান ওই আসামির জবানবন্দির বিষয়ে এ তথ্য দেন। চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় কুমার দের আদালতে জাহিদ এ ঘটনায় নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন।

গত শনিবার নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকার একটি ভাঙারি দোকান থেকে পুলিশ জাহিদকে আটক করে। পরে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। জাহিদের বাড়ি সুজাতপুর গ্রামে।

জাহিদের দেওয়া জবানবন্দির বরাত দিয়ে এসআই মো. মিজানুর রহমান বলেন, এ মামলার প্রধান আসামি শফিকুল ইসলাম ওরফে মানিকের নির্দেশে জাহিদ এ কাজ করেন। জাহিদ এ জন্য শফিকুলের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকাও নেন। জাহিদের জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জাহিদসহ এ পর্যন্ত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। অপর আসামি মোঃ বাদল বিদেশে রয়েছেন। দেশে এলে তাকেও গ্রেপ্তার করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ ফেব্রুয়ারি গভীর রাতে বসত ঘরের দরজা দিয়ে মিলি ও তার মা রাশেদা বেগমের ওপর দুর্বৃত্তরা অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। অ্যাসিডে মিলির মুখ, বুক, পিঠ, ডান হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তার মা রাশেদা বেগমের ডান হাত, বুক ও উরুও ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাদের সেখান থেকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

এ ঘটনার পরদিন মিলির বাবা বাদী হয়ে জাহিদ, শফিকুল ইসলামসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে গত ৩ ফেব্রুয়ারি প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এবং স্থানীয় বন্ধুসভার কর্মীদের সহযোগিতায় উপজেলার সুজাতপুর বাজার এলাকায় মানববন্ধন করা হয়। সূত্র : প্রথম আলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়