শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০০:০০

জেল-জরিমানায় কমছে না জাটকা নিধন

২৪ ঘণ্টায় গ্রেফতার ২১, জাল ও নৌকা জব্দ

স্টাফ রিপোর্টার ॥
জেল-জরিমানায় কমছে না জাটকা নিধন

একদিকে জাটকা নিধনকালে গ্রেফতার হচ্ছে জেলেরা। অন্যদিকে জব্দ করা হচ্ছে জাল-নৌকা। তবুও কমছে না জটকা নিধন। চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা সংরক্ষণে চাঁদপুর নৌ-থানার গত ২৪ ঘণ্টার অভিযানে অন্তত ২১ জনকে গ্রেফতার ও জাল-নৌকা জব্দ করা হয়েছে।

১৭ মার্চ সন্ধ্যা ৬টা হতে ১৮ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২১ জেলেকে রাজরাজেশ্বর ইউপিস্থ চিরারচর নামক স্থানের মেঘনা নদী হতে গ্রেফতার করা হয়। চাঁদপুর নৌথানার এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।

জাটকা নিধনের সময় গ্রেফতারকৃত জেলেরা হলো : মোঃ খালেদ হাউদ (২৫), মোঃ আব্দুল বারেক হাউদ (৬২), শাহাজাহান ভূঁইয়া (৪০), আলী আরশাদ (৫২), আল-আমিন (১৪), মোঃ জুয়েল হোসেন (১৮), মহসীন সরকার (৪৮), সাং-কালিরচর, ৬নং ওয়ার্ড, থানা ও জেলা-মুন্সিগঞ্জ হেফাজত হতে ২০০ মিটার দৈর্ঘ্য, ১০ মিটার প্রস্থ বিশিষ্ট সর্বমোট ২ হাজার বর্গমিটার অবৈধ সুতার তৈরি মশারি জাল, ইঞ্জিনচালিত কাঠের তৈরি পুরাতন নৌকা অশ্বশক্তি সম্পন্ন একটি নৌকা আলামত হিসেবে জব্দ করা হয়। এই বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মৎস্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। জব্দকৃত মামলার আলামত নৌ-থানা হেফাজতে আছে।

১৮ মার্চ অভিযানের সময় চাঁদপুর নৌথানা অফিসার ফোর্সসহ রেশমা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রসাশকের কার্যালয়, চাঁদপুর ও সিনিয়র মৎস্য কর্মকর্তা, চাঁদপুরের নেতৃত্বে মোবাইল কোর্ট ও যৌথ অভিযান পরিচালনা করে মিনি কক্সবাজার নামক স্থানে হতে মোঃ সবুজ হালদার (২০), মোঃ মনির হোসেন (২২), মোঃ ইকবাল হোসেন ঢালী (২৩), মোঃ সুমন (২৬), মোঃ হান্নান বেপারী (২০), মোঃ নাজমুল গোলদার (১৯), মোঃ আব্দুল্লাহ আরসারী (২৬), মোঃ রাসেল গাজী (২০), মোঃ রাশেদ (৩০), মোঃ বিল্লাল শেখ (২৯), মোঃ রাসেল পাটোয়ারী (২৮), মোঃ আব্দুল দিদার (২৩), মোঃ নুজরুল বেপারী (২৮), মোঃ ইয়াসিন হোসেন (১৯), সর্বসাং-ইব্রাহিমপুর, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুরদের হেফাজত হতে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি ইঞ্জিনচালিত পুরাতন কাঠের তৈরি জেলে নৌকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর মধ্যে ৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। ১৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যেমে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়। বাকি ৩ জনকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়