প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের ওপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করেছে। এ হামলায় তিনি গুরুতর আহত হন। ১৮ মার্চ বেলা আনুমানিক সকাল সাড়ে ১০টায় কলাদীস্থ ঘোষপাড়ার বাসা থেকে উপজেলা পরিষদের যাওয়ার পথে ঘোষপাড়া নামক স্থানে ১০/১২ জন অজ্ঞাতনামা স্কুল ড্রেস পরিহিত কিশোর/যুবক (সন্ত্রাসী) উপজেলা পরিষদ চেয়ারম্যানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতরভাবে বাম হাত ও হাঁটুতে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল্লাহ সৌরভের নেতৃত্বে একটি চিকিৎসক দল তাকে চিকিৎসা সেবা প্রদান করেন।
আহত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ জানান, আমি বাসা থেকে অফিসে যাওয়ার পথে ১০/১২ জন সন্ত্রাসী আমার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। আমি জীবন রক্ষার জন্যে ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌড়ে আসে এবং তারা পালিয়ে যায়। তবে কাউকে চিনতে পারিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দেখতে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খাইয়ুর কবির ও থানার ভারপ্রাপ্ত (ওসি) রিপন বালা।
ওসি রিপন বালা জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলমান। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে খবর পেয়ে আহত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।