প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০০:০০
ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট্রের পক্ষ থেকে
চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা পেলো নতুন বাস
ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্যে একটি নতুন বাস দেয়া হয়েছে।
১৭ মার্চ রোববার সকালে কলেজ ক্যাম্পাসে নতুন বাসটির কার্যক্রম ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাগণ বাসে বসে ও ঘুরে দেখেন।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।