প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০০:০০
চাঁদপুর শহরে সড়ক ও মোড় প্রশস্তকরণ
চাঁদপুর সরকারি কলেজের সামনে প্রফেসর পাড়ার প্রবেশমুখ এটি। রাস্তার সাথেই রয়েছে কলেজের মুসলিম হোস্টেল। এই হোস্টেলের বাউন্ডারি দেয়াল ছিল রাস্তার উপরে। পৌরসভার উদ্যোগে শহরের রাস্তা প্রশস্ত করার কাজের অংশ হিসেবে কলেজের সামনের করিম পাটওয়ারী সড়ক ও প্রফেসর পাড়া রাস্তা প্রশস্ত করার কাজ চলছে। সে লক্ষ্যে কলেজের মুসলিম হোস্টেলের বাউন্ডারি দেয়ালটি ভেঙ্গে পৌরসভার রাস্তার অংশ ছেড়ে দিয়ে নতুন দেয়াল করা হয়। একইসাথে প্রফেসর পাড়ায় প্রবেশমুখে বিটিসিএল (সাবেক টিএন্ডটি)'র একটা বক্স ছিল, সে বক্সটিও সরিয়ে পিছনে নেয়া হয়। এখন প্রফেসর পাড়ায় প্রবেশের মুখ এবং রাস্তা প্রায় দুই হাত প্রশস্ত হয়েছে। শহরকে সুন্দর করার এমন মৌলিক কাজের জন্যে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং বর্তমান পৌর পরিষদকে ধন্যবাদ জানিয়েছে শহরবাসী। ছবি ও প্রতিবেদন : এএইচএম আহসান উল্লাহ।