শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০০:০০

ভোক্তা অধিকারের বিশেষ সম্মাননা পেলেন ফরিদগঞ্জের এক টাকা লাভে পণ্য বিক্রেতা শাহ আলম

প্রবীর চক্রবর্তী ॥
ভোক্তা অধিকারের বিশেষ সম্মাননা পেলেন ফরিদগঞ্জের এক টাকা লাভে পণ্য বিক্রেতা শাহ আলম

বিশ্ব ভোক্তা অধিকারের সম্মাননা পেলেন ফরিদগঞ্জে রমজান মাসে এক টাকা লাভে পণ্য বিক্রেতা শাহ আলম। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ১৫ মার্চ শুক্রবার তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সম্মাননা স্মারক তুলে দেন শাহ আলমের হাতে।

জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের কাজল হক মালের ছেলে ব্যবসায়ী শাহ আলম বাড়ির পাশে মধ্য চর কুমিরা নামক স্থানে চালতা তলা এলাকায় নিজের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। মাহে রমজান এলেই এক টাকা লাভে পণ্য বিক্রি করেন তিনি। ২০২৩ সালে রমজান মাসে ব্যবসায়ী শাহ আলম মাত্র এক টাকা লাভে পণ্য বিক্রি শুরু করেন। তারই ধারাবাহিকতায় এবারও এক টাকা লাভে পণ্য বিক্রি করছেন তিনি। তার এই মহতি উদ্যোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও হয়।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন চাঁদপুর জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেলের নজরে আসে। এতে শাহআলমের বিস্তারিত তথ্য জেনে তাকে পুরস্কৃত করার আশ্বাস প্রদান করা হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে ব্যবসায়ী শাহ আলম বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাকে ‘বেস্ট প্র্যাকটিস’ সম্মাননা দিয়েছে। প্রথমেই আমি সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। তাদের কারণে আমি সম্মানিত হয়েছি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেন সব সময় এভাবে মানুষের পাশে থাকতে পারি।

তিনি আরও বলেন, আমি বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে অনেক দাবি তুলে ধরেছি। আমরা ব্যবসায়ীরা যদি কমে পণ্য কিনতে পারি, তাহলে মানুষকে কমে পণ্য বিক্রি করতে পারবো। তিনি আমাকে সব রকমের সহায়তার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়