শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের অভিষেক

সাংবাদিকরা আমার পরিবার, তাদের ডাকে সবসময় পাশে থাকার চেষ্টা করি

-----------সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি

স্টাফ রিপোর্টার ॥
সাংবাদিকরা আমার পরিবার, তাদের ডাকে সবসময় পাশে থাকার চেষ্টা করি

চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির অভিষেক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানার এতিম শিক্ষার্থীদের জন্যে ঈদের পোশাক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি বলেন, রোজার মাস সংযমের মাস। তাই এই রোজার মাসে আমাদের সংযম বজায় রেখে চলতে হবে এবং তা পরবর্তী সময়েও বজায় রাখতে হবে। তিনি বলেন, সাংবাদিকরা আমার নিজের পরিবার। তাই সাংবাদিকদের ডাকে আমি সবসময় কাছে থাকার চেষ্টা করি। আজকে টেলিভিশন সাংবাদিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে যারা অভিষিক্ত হলেন আমি আশা করবো তারা তাদের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরো গতিশীল করবেন এবং সংগঠন আরো এগিয়ে যাবে। এক্ষেত্রে আমার পক্ষ থেকে সকল সহযোগিতা থাকবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সদর মডেল থানার ওসি শেখ মুহম্মদ মুহসীন আলম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গিয়াসউদ্দিন মিলন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের ইমাম মোঃ হাবিব উল্লাহ। পরে অতিথি ও সাংবাদিকবৃন্দ ইফতারে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ওয়াদুদ রানা, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, সাংগঠনিক সম্পাদক খোকন কর্মকার, কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক মোরশেদ আলম রোকন, কার্যকরি সদস্য আল ইমরান শোভন, ফারুক আহমেদ, লক্ষণ চন্দ্র সূত্রধর ও রফিকুল ইসলাম বাবুসহ বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়