শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০০:০০

জুমার নামাজ শেষে মুসল্লিদের কাছে দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ রাকিব মাঝি

অনলাইন ডেস্ক
জুমার নামাজ শেষে মুসল্লিদের কাছে দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ রাকিব মাঝি

পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ শেষে মুসল্লিদের কাছে দোয়া চাইলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ ও মেধাবী ছাত্রনেতা মোঃ রাকিব মাঝি।

১৫ মার্চ শুক্রবার তিনি চাঁদপুর শহরের ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মোনাজাতপূর্বক মুসল্লিদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

তরুণ ছাত্রনেতা মোঃ রাকিব মাঝি বলেন, আমি মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি এ এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। আমি বিশ্বাস করি, মন পবিত্র এবং লক্ষ্য ঠিক রাখলে যে কোনো কাজে সফল হওয়া যায়। আপনাদের দোয়া ও সমর্থন সাথে থাকলে আমি আমার স্বপ্নপূরণে সফল হবো ইনশাআল্লাহ্।

তিনি আরো বলেন, আমি রাজনৈতিক পরিবারে বড় হয়েছি। আমার বাবা একজন জনপ্রতিনিধি। যার কারণে মানুষের জন্যে কাজ করার সুযোগ আমার হয়েছে। আমি সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হলে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আপনাদের সেবা করে যাবো। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে সদর উপজেলা পরিষদকে গণমানুষের সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

মোঃ রাকিব মাঝি জুমার নামাজ শেষে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বিদের সাথে নিয়ে পুরাণবাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথেও কুশল বিনিময় করেন। এ সময় তার সাথে এলাকার গণ্যমান্য মুরব্বি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়