শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০০:০০

করোনা মহামারীর সময় জনগণের পাশে ছিলেন আইয়ুব আলী বেপারী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
করোনা মহামারীর সময় জনগণের পাশে ছিলেন আইয়ুব আলী বেপারী

কোভিড-১৯ তথা করোনা মহামারী একটা সময় অতিমারীতে রূপ নেয়। ২০২০, ২০২১ ও ২০২২ সাল। এই তিন সালের প্রায় বছরজুড়ে সারাদেশে ছিল করোনার থাবা। বিশেষ করে ২০২০ ও ২০২১ সাল ছিল ভয়াবহ। জনজীবন স্থবির হয়ে যায়। অগণিত মানুষ কর্মহীন হয়ে পড়ে। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, দিনমজুরদেরও কাজ বন্ধ হয়ে যায়। চাঁদপুরও এর বাইরে ছিল না। চাঁদপুর ভয়াবহ আক্রান্তের জেলার মধ্যে দ্বিতীয় ছিল। এমন এক বিভীষিকাময় অবস্থায় সরকারি সহায়তার পাশাপাশি কিছু কিছু রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সেসব জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার মধ্যে চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী একজন। তাঁকে সে সময়ে দেখা গেছে খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে। নিজে খাদ্য সামগ্রী বহন করে মানুষের দ্বারে দ্বারে নিয়ে গেছেন। তাঁর সামর্থ্যের মধ্যে তিনি নিজ উদ্যোগে মানুষকে সহায়তা করেছেন। চাল, ডাল, লবণ, আলু, পেঁয়াজ, তেলসহ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন মানুষের ঘরে। এ ছাড়া নগদ টাকাও দিয়েছেন অনেককে। করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় অক্সিজেন সরবরাহসহ চিকিৎসার জন্য নগদ টাকা এবং চিকিৎসা সামগ্রী দিয়েছেন। প্রায় দুই বছর আগে দেয়া তাঁর এসব অনুদান ও সহায়তার কথা মানুষ এখনো মনে রেখেছে। তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিতে জনগণের কাছে যখন যাচ্ছেন তখন মানুষ তার সেই সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা তখন বলেন, করোনার সময় আমরা আপনার কাছ থেকে অনেক উপকার পেয়েছি। আপনি আমাদের ঘরে চাল, ডাল, লবণ, তেল পৌঁছে দিয়েছেন। অনেককে চিকিৎসার জন্যে নগদ টাকাও দিয়েছেন। আমরা আপনার এই সহযোগিতার প্রতিদান অবশ্যই দিবো। আল্লাহও আপনার সহায় হবেন।

এ বিষয়ে কথা হয় আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর সাথে। তিনি বলেন, আসলে সে সময় যে পরিস্থিতি হয়েছিল, তখন মানুষের পাশে দাঁড়ানোটাই ছিল আমাদের মূল কাজ। বিশেষ করে আমরা যারা আওয়ামী লীগ করি, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি যারা করি তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই শিক্ষা এবং অনুভূতি থেকেই তখন আমার সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করেছি। অন্য কোনো উদ্দেশ্য ছিল না তখন। মানুষ মানুষের জন্য এটাই ছিল উদ্দেশ্য। সেসব মানুষের দোয়া নিশ্চয়ই পাবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়