প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০০:০০
শিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, শিশুদের সুরক্ষায় সরকার কাজ করছে। শিশু পরিবার, মুক ও বধির বিদ্যালয়, শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রসহ প্রতিষ্ঠানগুলো শিশুদের নিয়ে কাজ করছে। মন্ত্রী গতকাল রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরে সিএসপিবি প্রকল্পের আওতায় প্রশিক্ষকদের প্রশিক্ষণ ও নতুন শিশু সুরক্ষা সমাজকর্মীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন রোধ ও তাদের সুরক্ষার জন্যে কমিউনিটিভিত্তিক সমাজকর্মী নিয়োগ দেয়া হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের ওআইসি প্রতিনিধি এমা বিগ্রাম, ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা প্রধান নাতালি ম্যাক কলি ও সিএসপিবি প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ সারোয়ার হোসেন। এরপর মন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকদের হাতে সনদ তুলে দেন।