প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০
জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক মতবিনিময় সভা
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে
-----------------জেলা প্রশাসক কামরুল হাসান
উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আমাদের সরকারি প্রতিটি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সকলকে জাতীয় শুদ্ধাচার কৌশল নিশ্চিত করতে হবে। ই-গভর্নেন্স, অবাধ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করা, জনগণকে সিটিজেন চার্টার বিষয়ে জ্ঞাত করা, সাধারণ মানুষের সমস্যাসহ নানা কিছু শোনা এবং ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলেই সুশাসন নিশ্চিত সম্ভব হবে। বিশেষ করে আমাদের সরকারি কর্মকর্তাদের জনগণের কথা শোনার বিষয়ে ঘাটতি রয়েছে। এ বিষয়ে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি নিজেই প্রতি বুধবার জনগণের কথা শুনি। একই সাথে জনগণকেও সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, আমরা ই-গভর্নেন্স বাস্তবায়ন করতে নানামুখী পদক্ষেপ নিলেও জনগণ এতে সাড়া দিচ্ছে না। উদাহরণস্বরূপ জেলা রেকর্ডরুমের কথাই বলা যায়। অনলাইনে আবেদন করে ডাকযোগে জনগণকে তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট নেয়ার জন্য বললেও তা হচ্ছে না। বরং অধিকাংশ ক্ষেত্রে এখনো আবেদনকারীরা হাতে হাতে নিচ্ছেন। এতে মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। তাই আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে জাতীয় শুদ্ধাচার কৌশলকে বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলে একযোগে কাজ করি। মোটকথা জাতীয় শুদ্ধাচারের কৌশলের বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
ইউএনও মৌলি মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সারোয়ার হোসেন ও ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ।