শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মতলবে কীটনাশক দিয়ে আলু চাষের জমি নষ্ট করার অভিযোগ

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলবে কীটনাশক দিয়ে আলু চাষের জমি নষ্ট করার অভিযোগ

মতলব দক্ষিণে কীটনাশক ঔষধ দিয়ে আলুর ফসলি জমি নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপাদী উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।

সরজমিনে জানা যায়, উপাদী গ্রামের খোকন প্রধানীয়া আলু খেতের জন্যে কীটনাশক ক্রয় করে শান্তিনগর বাজারের কীটনাশক বিক্রেতা জীবন পালের কাছ থেকে। এই কীটনাশক ছিটানোর ক’দিন পর আলু গাছগুলো নষ্ট হয়ে যায়। এ বিষয়ে খোকন প্রধানীয়া উপজোলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ও কৃষি কর্মকর্তা চৈতন্য পালের কাছে লিখিত অভিযোগ করেন।

এ ছাড়াও একই এলাকার কৃষ্ণ কর্মকার, আঃ হামিদ ও রুহিদাসের জমির আলুর জমি নষ্ট হয়েছে একই কারণে।

এ বিষয়ে খোকন প্রধানীয়া জানান, আমি জীবন পালের কাছ থেকে কীটনাশক ক্রয় করে জমিতে ছিটানোর পরে আমার জমির আলু গাছগুলো জ্বলে যায়। কেন গাছগুলো জ্বলে নষ্ট হয়েছে আমি তার কাছে জানতে গেলে সে আমাকে চাকু নিয়ে তেড়ে আসে।

এ বিষয়ে জীবন পাল বলেন, এ বিষয়ে আমাকে কেউ অভিযোগ করেনি। আমার নিজের আলু জমিই নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল বলেন, আমি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়