মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মিশরে ঈদে মিলাদুন্নবীর ঐতিহ্য ‘আরুসাত-আল-মোলিদ’ : জন্মদিনের পুতুল
  •   'বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য'
  •   চাঁদপুরের ২৪তম পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব
  •   ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা
  •   ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

প্রথম খেলায় চাঁদপুর জেলা দলের জয়লাভ

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২০২৪। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উদ্যোগে ও কেএসআরএম-এর পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে চট্টগ্রাম রেঞ্জের অধীন ১১টি দল ও আরআরএফ চট্টগ্রামসহ মোট ১২টি দল অংশগ্রহণ করছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি রোববার চট্টগ্রামস্থ বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম।

অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায়, পিপিএম (বার)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন কেএসআরএম-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। দেশীয় সংস্কৃতির অপরিহার্য অংশ ঐতিহ্যবাহী কাবাডি খেলা যুবসমাজের মাঝে শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম সৃষ্টি করে। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ঐতিহ্যের এ খেলাটিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেন। উন্নয়ন-অগ্রযাত্রার চালিকা শক্তি যুব সমাজ যেন বিপথগামী না হয়ে দেশ গঠনে অংশগ্রহণ করতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে সে লক্ষ্যে খেলাধুলাসহ প্রতিটি সেক্টরে সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন বাহিনী একেকটি খেলার উন্নয়ন ও বিকাশে কাজ করে যাচ্ছেন। সেমতে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম এবং সাধারণ সম্পাদক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। তাঁদের অনুপ্রেরণায় বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা কাবাডিকে নতুন করে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং মাদকসহ অন্যান্য অপরাধমুক্ত থেকে শারীরিক-মানসিকভাবে সুস্থ রাখতে এ টুর্নামেন্টের আয়োজন। এর মাধ্যমে তৃণমূল থেকে অনেক খেলোয়াড় উঠে আসবে। তাদের বাছাই করে সঠিক অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ কাবাডি সমৃদ্ধ হবে।

তিনি যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন চর্চায় সক্রিয় থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তিকে দূরে ঠেলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর ‘ডিসপ্লে’ প্রদর্শন করেন বিকেএসপি’র প্রশিক্ষণার্থীবৃন্দ। উদ্বোধনী খেলায় বান্দরবান পার্বত্য জেলা ৪২-১৩ পয়েন্টে নোয়াখালী জেলাকে পরাজিত করে।

অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিকেএসপির কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা কাবাডি টিমের জয়লাভ

এদিকে চাঁদপুর জেলা দলের উদ্বোধনী খেলা চট্টগ্রাম বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। খেলায় চাঁদপুর জেলা দল কক্সবাজার জেলার বিপক্ষে ২৮-২৩ পয়েন্টে বিজয়ী হয়। চাঁদপুর জেলা দল বিজয়ী হওয়ায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম অভিনন্দন জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়