প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণের যাত্রা শুরু আজ
‘আমরা দূর আকাশের নেশায় মাতাল ঘরভোলাদের মতো, বকুল বনের গন্ধে আকুল মৌমাছিদের মতো’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কালজয়ী এই গানের কথাকে বুকে ধারণ করে মনের আরেকটু প্রশান্তি বাড়াতে, অজানাকে জানতে প্রতি বছরের ন্যায় বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। আজ ৫ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৬টায় প্রেসক্লাব মিলনায়তন থেকে সাগর কন্যা কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা করবেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। ৩ দিনব্যাপী ভ্রমণের প্রথম দিনে বাঙালির ইতিহাসে সর্ববৃহৎ পদ্মা সেতু পরিদর্শন, টুঙ্গিপাড়ায়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাগর কন্যা কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করবে ভ্রমণে অংশগ্রহণকারীরা। পরবর্তীতে খেলাধুলা, ভ্রমণ, আনন্দ উল্লাসে অংশগ্রহণের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হবে বার্ষিক আনন্দ ভ্রমণ।
আনন্দ ভ্রমণ সফল করার লক্ষ্যে সার্বিক সহযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।