প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
আজ নসু চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী
শুক্রবার দিনব্যাপী কর্মসূচি
আজ ১০ জানুয়ারি হাজীগঞ্জ উপজেলা পরিষদ ও হাজীগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ তাফাজ্জল হায়দার (নসু) চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী। হাজীগঞ্জের কৃতী সন্তান বিশিষ্ট এই রাজনীতিবিদ ২০০৫ সালের এইদিনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১২ জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় ধেররা চৌধুরী বাড়িতে মরহুমের কবর জিয়ারত, তাঁর রুহের মাগফেরাত কামনায় সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিনা ফিতে চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। তারপর মিলাদ ও দোয়া শেষে তবররুক বিতরণ করা হবে।
উল্লেখ্য, মরহুম তাফাজ্জল হায়দার নসু চৌধুরীর স্ত্রী হচ্ছেন চাঁদপুরের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। তাঁর কনিষ্ঠ পুত্র হচ্ছেন ডাঃ তানভীর হায়দার চৌধুরী (নিলয়)।