সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০

নির্বাচন উপলক্ষে হাইমচরের ইউএনও’র রদবদল
সাজ্জাদ হোসেন রনি ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ৪৭টি উপজেলার নির্বাহী অফিসারকে বদলি করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী। তাকে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বদলি করা হয়েছে।

গতকাল ৪ ডিসেম্বর সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলমের একটি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি হয়। কক্সবাজারের পেকুয়া উপজেলার ইউএনও পূর্বিতা চাকমাকে চাঁদপুর হাইমচরে বদলি করা হয়। হাইমচরের ইউএনও চাই থোয়াইহলা চৌধুরীকে কক্সবাজারের পেকুয়ায় বদলি করা হয়েছে।

নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর নিজ জেলা খাগড়াছড়ি। তিনি হাইমচর উপজেলায় ২০২১ সালের ৭ জানুয়ারি যোগদান করেন। সুদীর্ঘ এ সময়ে হাইমচরে নিষ্ঠার সাথে কাজ করেছেন।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন, সরকারি বিধিমালা অনুযায়ী এক স্থান থেকে অন্য স্থানে বদলি স্বাভাবিক নিয়ম। তার ধারাবাহিকতায় আমাকে কক্সবাজার পেকুয়া উপজেলায় বদলি করা হয়েছে। তবে যখন যেখানে থাকি সেখানে উন্নয়নমূলক কাজগুলো অগ্রগতিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করি। সরকারের সেবা জনগণকে সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করি।

তিনি বলেন, হাইমচরের মানুষের সাথে দীর্ঘদিন ছিলাম। সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। সুদীর্ঘ পথচলায় হাইমচরবাসী আমাকে সরকারি দায়িত্ব পালনে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে নতুন কর্মস্থলের জন্য দোয়া প্রার্থনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়