প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। আমি গত ১৫ বছর ধরে আমার এলাকার জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। যেহেতু আমার আসনে অনেক প্রার্থী আছে, আশা করি ভালো ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। তিনি গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মনোনয়নপত্র বাছাই শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন।
দীপু মনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আবারো আমাকে সেবা করার সুযোগ দিবেন এটিই আমার প্রত্যাশা। সবচেয়ে বড় বিষয় একটি ভালো নির্বাচন হবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসন থেকে ৪৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে অবৈধ ঘোষণা করা হয় ১১ জনের। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। মনোনয়নপত্র বাছাই ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।