সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মায়া চৌধুরীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কর্মী বাহিনী এবং তাঁর অনুগত ইউপি চেয়ারম্যান সোবান সরকার সুবার বিরুদ্ধে অভিযোগ করেছেন একই আসনে স্বতন্ত্র প্রার্থী এম. ইসফাক আহসান। তিনি তাঁর কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের বাড়ি ঘর ভাংচুর, লুটপাট ও মারধরের অভিযোগ আনেন মায়া চৌধুরীর লোকজনের বিরুদ্ধে। ইসফাক আহসান সংসদীয় আসন নং- ২৬১ (চাঁদপুর-২)-এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ সাইয়েদ মাহবুবুল ইসলামের কাছে এই অভিযোগ করেন। অভিযোগের আলোকে যুগ্ম জেলা ও দায়রা জজ আগামীকাল ৬ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় তাঁর আদালতে মায়া চৌধুরীকে সশরীরে হাজির হয়ে অথবা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা প্রদানের জন্যে নির্দেশ প্রদান করেন।

আদালতে প্রেরিত চিঠির আলোকে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান অভিযোগ করেন, গত ৩০ নভেম্বর তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকে একই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সমর্থক ও আশ্রয়কৃত সন্ত্রাসী বাহিনী নানাভাবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও এলাকার সাধারণ মানুষের বাড়িতে হামলা করে বাড়ি-ঘর ভাংচুর, মারধর করে শারীরিকভাবে আহত এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে। তারা হুমকি প্রদান করে যে, যারাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবে, তাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ইসফাক আহসান আরো অভিযোগ করেন, গত ১ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবান সরকার সুবা ৩০-৪০ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে মোটরসাইকেল মহড়া দেয় এবং তার বাড়িতে প্রকাশ্যে হুমকি প্রদান করে যে, যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করবে তাদের চোখ তুলে ফেলবেন, ঘর-বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। এই হুমকির একটি ভিডিও ক্লিপ মুহূর্তেই স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, সেখানে প্রকাশ্য হুমকির বিষয়টি প্রতীয়মান হয়। ফলে বর্তমানে এলাকার মানুষ আতঙ্কিত অবস্থায় জীবন-যাপন করছে।

ইসফাক আহসানের এই অভিযোগের আলোকে আদালত মায়া চৌধুরীকে প্রেরিত চিঠিতে উল্লেখ করেন, আপনার উক্তরূপ কার্য দ্বারা আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর ৭(গ) বিধি লংঘন করেছেন। এমতাবস্থায় উপরে উল্লেখিত বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে তা আগামী ৬ ডিসেম্বর বুধবার সকাল ১১টার সময় নির্বাচনী অনুসন্ধান কমিটি সংসদীয় আসন নং-২৬১-এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ, চাঁদপুর সাইয়েদ মাহবুবুল ইসলামের আদালতে সশরীরে হাজির হয়ে অথবা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৯১-এ (৫)(এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়