প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হয়েছে। আজ ২ ডিসেম্বর শনিবার বিকেল তিনটায় রাঙ্গামাটির সাথে লড়বে চাঁদপুর জেলা ফুটবল দল।
কোয়ার্টার ফাইনাল উপলক্ষে গত ক’দিন ধারে নিয়মিত ফুটবল অনুশীলন করেছে চাঁদপুর জেলা ফুটবল দল। কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণের লক্ষ্যে শুক্রবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জার্সি প্রদানসহ খেলার বিভিন্ন বিষয় নিয়ে জেলা দলের খেলোয়াড়দের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক আলহাজ্ব শাহির হোসেন পাটওয়ারী, সাবেক জাতীয় ফুটবলার ও জেলা দলের টিম ম্যানেজার মনোয়ার হোসেন চৌধুরী ও ফুটবল কোচ মহসিন পাটোয়ারী।
চাঁদপুর জেলা ফুটবল দলের খেলোয়াড়রা হচ্ছেন : ইয়াসিন শেখ, শরীফ, রাশেদুল ইসলাম, সোহেল রানা, শেখ মোহাম্মদ সেলিম, ইয়াসিন হোসেন, সজিব হোসেন, রাসেল গাজী, জাহিদ, রাহাদ গাজী, আনন্দ চন্দ্র দে, আবু রায়হান শাওন, মারুফ হোসেন, জাহিদুল ইসলাম, জোবায়ের ও ইমাম হোসেন।