প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেছেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদ এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যে কাজ করেছেন। আজও মানুষ তাঁর শাসনামলকে স্বর্ণযুগ বলেন। আমাদের প্রয়াত প্রেসিডেন্টের আদর্শ এবং বর্তমান প্রেসিডেন্ট জি এম কাদেরের লক্ষ্যকে সামনে রেখে আমরা আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচন কমিশন যদি তাদের কথা অনুযায়ী স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের ব্যবস্থা করতে সক্ষম হয়, তবে অবশ্যই জনগণ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। আমি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। পরিবর্তনের পক্ষে মানুষের উচ্ছ্বাস দেখছি, তারা পরিবর্তন চায়। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের পর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সহ-সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, যুগ্ম সম্পাদক মাহফুজ শেখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন কাজী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের সদস্য সচিব শিবলু সবুজ, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বাবলু শেখ, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড কমিটির জাতীয় পার্টির নেতৃবৃন্দ।