সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বিএনপি ছাড়ার কারণ জানালেন বিএনএম মহাসচিব
ফরিদগঞ্জ ব্যুরো ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর মহাসচিব ও মুখপাত্র ড. মোহাম্মদ শাহজাহান বিএনপি ছাড়ার কারণ জানালেন। দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনএম মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে এসে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ফরিদগঞ্জ উপজেলায় বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্যে আমি অগ্রণী ভূমিকা পালন করেছি। একই সাথে পাশর্^বর্তী লক্ষ্মীপুর জেলাতেও বিএনপিকে প্রতিষ্ঠা করতে আমার অবদান ছিলো। আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও উপদেষ্টা হিসেবে কাজ করেছি। আমি চেষ্টা করেছি বিএনপিকে আমার অর্জিত জ্ঞান থেকে ভালো কিছু দেয়ার। বিএনপি সরকারের সময়ে উচ্চতর আদালতে আমার বিচারপতি হিসেবে শপথ নেয়ার কথা ছিলো। কিন্তু রাজনীতি বিশেষ করে নির্বাচন করতে হবে বেগম জিয়ার এই নিদের্শনার কারণে আমি শপথ নিইনি। ১/১১ পরবর্তী সময়ে ২০০৮ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া আমাকে দলীয় মনোনয়ন দিয়ে প্রতীক বরাদ্দের জন্যে বললেও ওই সময়ে প্রবাস থেকে ‘ওহি’ আসায় এবং অর্থকড়ির কারণে আমাকে দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করতে দেয়া হয়নি। ফলে আমি নির্বাচন থেকে সরে গিয়েছি। সেই থেকে অভিমানের কারণে দল থেকে দূরে রয়েছি। প্রবাস থেকে নিদের্শনা এবং অর্থকড়িই যদি সবকিছু হয়, সেখানে বিএনপির রাজনীতি কীভাবে হবে। তাই বিএনপি ছেড়েছি।

তিনি বলেন, আদর্শগতভাবে রাজনীতি করার জন্যে বিএনএম প্রতিষ্ঠা। আমরা কলুষমুক্ত রাজনীতিকে এগিয়ে নিতে এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে নির্বাচনের মাঠে এসেছি। ইতিমধ্যেই বিপুল সাড়া পেয়েছি। নির্বাচন কমিশন তাদের কথা অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করলে আমরা সংসদে ভালো অবস্থান নিতে সক্ষম হবো। কারণ জনগণ আমাদের সঙ্গে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়