প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে লাঙ্গলের মনোনয়নপত্র দাখিল করেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক অ্যাডঃ মহসীন খান। গতকাল বৃহস্পতিবার ৩০ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।
উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজি, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা মাইনুদ্দিন মাইনু, জেলা জাতীয় পার্টির নেতা ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক শরীফ হোসেন পাটোয়ারী, সদস্য সচিব অ্যাডঃ আরিফ হোসেন প্রমুখ
মনোনয়নপত্র দাখিলের পর অ্যাডঃ মহসীন খান সাংবাদিকদের বলেন, আমি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়ন পেয়ে দলের প্রার্থী হয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারলে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, জাতীয় পার্টির আমলে স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে উন্নয়ন হয়েছে। জাতীয় পার্টির উপর এখনো মানুষের আস্থা আছে। নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।