সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর-৫ আসনে মনোনয়ন দাখিল করেছেন ৭ জন
কামরুজ্জামান টুটুল ॥

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। বৃহস্পতিবার সকাল ১০টায় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দীন দুপুরে দাখিল করেন মুক্তিজোটের প্রার্থী আক্তার হোসেন (ছড়ি), বিকেলে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী (চেয়ার)। এরপরেই কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানীয়া, একই দিন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকমর্তা মোঃ হুমায়ন রশিদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন জাকের পার্টির মনোনীত প্রার্থী মোঃ মকবুল হোসেন (গোলাপ ফুল) ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম ফিরোজ।

এর পূর্বে বুধবার সকালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম (নৌকা) মনোনয়নপত্র দাখিল করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়