সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

জাহিদুল ইসলাম রোমানের পৃষ্ঠপোষকতায় ২য় বিভাগ ক্রিকেট লীগ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় বিভাগ ক্রিকেট লীগের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। লীগের পৃষ্ঠপোষকতায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহিদুল ইসলাম রোমান।

৩০ নভেম্বর বৃহস্পতিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালের ম্যাচে জয়লাভ করে টিম ডাকাতিয়া ও বিকেলের ম্যাচে জয়লাভ করে ক্রিকেট কোচিং সেন্টার জুনিয়র চাঁদপুরের দলটি। কাল শনিবার থেকে লীগের সেমি-ফাইনালের খেলাগুলো শুরু হবে। সকাল ৯টায় লীগের প্রথম ম্যাচে অংশগ্রহণ করেন শেখ কামাল স্পোর্টস একাডেমি গ্রিন ও টিম ডাকাতিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে শেখ কামাল স্পোর্টস একাডেমী সবক’টি উইকেট হারিয়ে ৮৪ রান করে। টিম ডাকাতিয়া ৮৫ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ১৫ ওভার ৩ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। টিম ডাকাতিয়া ৩ উইকেটে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে উঠে। দুপুর ১টার ম্যাচে অংশগ্রহণ করে ক্রিকেট কোচিং সেন্টার জুনিয়র চাঁদপুর ও অঙ্গীকার চক্র। ক্রিকেট কোচিং সেন্টার জুনিয়র প্রথমে ব্যাট করে ১৪৪ রান করে। অঙ্গীকার ক্রীড়া চক্রে ১৪৫ রানের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ২০ ওভারে ১২৬ রান করে। ক্রিকেট কোচিং সেন্টার ১৮ রানে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে উঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়