প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার ৩০ নভেম্বর। এইদিন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
মনোনয়ন জমাদানকারীরা হলেন : জাকের পার্টি-নুরুল ইসলাম, জাতীয় পার্টি-সাজ্জাদ রশিদ, স্বতন্ত্র-জালাল আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ-মুহম্মদ শফিকুর রহমান, তৃণমূল বিএনপি-মোঃ সেলিম, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)-আব্দুল গণি, স্বতন্ত্র-মোহাম্মদ জাহিদুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)-বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, স্বতন্ত্র-ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, তৃণমূল বিএনপি-মোঃ আবদুল কাদির তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-ড. মোহাম্মদ শাহজাহান।