প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জাকের পার্টির প্রার্থীর চাঁদপুর জেলা জাকের পাটির সহ-সভাপতি নূরুল ইসলাম বেপারী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মৌলি মন্ডলের কাছে মনোনয়নপত্র তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক জহিরুল হক আরিফ, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন ঢালী, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জাকের পার্টির নেতা বশির উল্যা, মহসিন, শফিউল্লাহ, ছিদ্দিকুর রহমান প্রমুখ ।