প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফরিদগঞ্জে হেভিওয়েট কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। হেভিওয়েট প্রার্থীরা হলেন : যথাক্রমে বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ড. মুহম্মদ শামছুল হক ভূঁইয়া, সদ্য অব্যাহতি নেয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, বিএনএম’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. মোহাম্মদ শাহ্জাহান ও কাতারস্থ আওয়ামী লীগের সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদ। এ নিয়ে হেভিওয়েট প্রার্থীদের নিয়ে স্থানীয়রা বলাবলি করছেন, মূলত ওই প্রার্থীদের মধ্যে চমক দেখাবে কে?।
৩০ নভেম্বর বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফরিদগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকে একই দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন। তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ সেলিম ও আব্দুল কাদির তালুকদার। জাকের পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নুরুল ইসলাম বেপারী।
বৃহস্পতিবার রাতে রিপোর্ট তৈরি করা পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রায়হান আরেফিন।