প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনির চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে তিনিসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। শিক্ষামন্ত্রী ছাড়াও এই আসনে আওয়ামী লীগেরই বিদ্রোহী ২ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এছাড়া জাতীয় পার্টি (এরশাদ), জাকের পার্টিসহ অন্য দলের প্রার্থীরাতো আছেনই।
চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্বাচনী সেল এ তথ্য নিশ্চিত করেন। চাঁদপুর-৩ সদর আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন-ডাঃ দীপু মনি (বাংলাদেশ আওয়ামী লীগ), ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (স্বতন্ত্র), মোঃ মহসীন খান (জাতীয় পার্টি), মোঃ কাওছার মোল্লা (জাকের পার্টি), আবু জাফর মোঃ মাইনুদ্দিন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মোঃ মিজানুর রহমান (বাংলাদেশ তরিকত ফেডারেশন) ও মোঃ রেদোয়ান খান (স্বতন্ত্র)। ৪ ডিসেম্বর প্রার্থিতা বাছাই চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।